কান্না দিয়ে কেনা
জীবনের সব হাসিগুলোকে,
কে বা কারা জোর করে মুছে দেয়
জীবনখাতার পাতা থেকে।
জীবনের ভাগ্যাকাশে জমে উঠেছে
এক খণ্ড নিকষ কালো মেঘ।
জীবনে প্রভাত শুরু হওয়ার আগেই
নিস্তব্ধ দুপুর প্রকাশ্যে চুরি করে নেয়
ভোরের কুয়াশাচ্ছন্ন রাতের
স্নিগ্ন শীতল হিমেল পরশ।
অমানিশার ঘোর ঘন অন্ধকার
জোর করে ছিনিয়ে নেয়
জোছনা রাতের চাঁদের হাসিটাকে।
দুঃখের কারাগারে যারা বন্দী,
তাদের কাছে সুখের আলো পৌঁছায় না।
স্বার্থের চাবুক মেরে
একদল স্বার্থন্বেষীর দল
সুন্দর পৃথিবীটাকে ক্ষতবিক্ষত করে তোলে,
ওদের কাছে মানুষের দাম কম,
স্বার্থের দাম অনেক বেশী।
ওদের নিষ্ঠুর অত্যাচারে
আজকের পৃথিবীর
দূচোখে আজও জল ঝরে।