বৃষ্টি ভেজা বাদল দিনে
মেঘ জমেছে ঈশান কোণে
কালো মেঘে আকাশ গেছে ছেয়ে।
কালো মেঘের ঘোমটা টানি
অপরূপ সাজে সেজেছে বর্ষারাণী
আমি শুধু দেখি চেয়ে চেয়ে।


চাষীরা যায় লাঙল নিয়ে  মাঠে
মাঠেই তাদের সারাটা দিন কাটে,
সন্ধ্যাবেলায় ফেরে সবাই গাঁয়ে।
কৃষাণবধূ বসে দাওয়ায়,
বৃষ্টিমুখর বাদলা হাওয়ায়
গল্প শোনায় বসিয়ে কোলে নিয়ে ছেলেমেয়ে।


চাঁদ উঠেছে মেঘের ফাঁকে,
বিদ্যুত্ যখন ওঠে চমকে
ব্যাঙগুলো সব ডাকে পুকুরপাড়ে।
আকাশে নেই তারার মেলা,
আকাশজুড়ে মেঘের খেলা,
ঝম্ ঝমা ঝম্ বৃষ্টি পড়ে জোরে।