গাছের ছায়ায় বনের মাঝে,
বাজে বাঁশি মাদল বাজে।
সাঁওতালীরা দলে দলে
নাচে গায় মাদলের তালে।


পায়ে তাদের রূপোর মল বাজে
হাতে তাদের রুপোর বালা।
বাঁশি বাজে মধুর সুরে বনে,
মাদলের শব্দে কান ঝালাপালা।


লেপা পোতা মাটির ঘরে
সাজানো কত গাছের ডালপালা।
সারাটা দিন মাদল বাজায় বনে
সন্ধ্যাবেলায় ঘরে ফেরার পালা।


চোলাই মদের নেশায় ওদের
মনে জাগে কত আশা।
কে বোঝাবে ওদের চোলাই মদের
বিষ সে তো সর্বনাশা।


বাদলা হাওয়ায় মেঘলা দিনে
রুমাল বাঁধা লম্বা মাথার চুলে।
বাঁশি বাজায় কানু মাঝি
সিধু মাঝি মাদলে সুর তোলে।