রাতের আঁধারে জন্ম আমার
আমি রাতের রজনীগন্ধা
আমি ফুল হয়ে ফুটেছিলাম
সবাইকে গন্ধ দিতে চেয়েছিলাম
আমার তুচ্ছ এই জীবনটাকে
উৎসর্গ করতে চেয়েছিলাম
দেবতা চরণ কমলে।
কিন্তু তা তো হলো না।


আমি সবাইকে ভালবাসতে চেয়েছিলাম।
সবার ভালবাসা পেতে চেয়েছিলাম।
ভালবাসা যে কে মধুর,
ভালবাসার যে কি স্বাদ,
এ জীবনে পেলাম না।
মানুষ যা চায়, তাই কি পায় ?
না পাওয়ার ব্যথা ওকে স্বান্ত্বনা দেয়।
জীবনে চলার পথে, প্রতিটি পদে পদে,
লুকোনো থাকে যে বিপদবাধা সহস্রবিধ
তা কি রজনীগন্ধা জানতো ?


আর তাই একদিন
একটা দুষ্ট কীট এসে বসল তার দেহে
বিষাক্ত কীটের দংশনে ওর
পাপড়ি গুলো হল ক্ষতবিক্ষত।
নষ্ট হলো ওর পবিত্রতা।
ফুলের সেই পবিত্র স্নিগ্ধ
রূপ আজ আর তার নেই।
শিশিরভেজা রাতে, রাতের রজনীগন্ধা
আজও শুধু কাঁদে।