এই গাঁ যে আমার মা,
গাঁয়ের মাটি আমার মা।
এমন গাঁয়ের ছায়া, মাটির মায়া
অন্য আর কোথাও পাবে না।


গাঁয়েতে আম কাঁঠালগাছের সারি
আমের গন্ধে মেতে ওঠে মন।
গ্রাম ছাড়িয়ে রাঙা মাটির পথ,
দূরেতে ঐ শাল পিয়ালের বন।


আমের শাখে, কোকিল ডাকে
এ গাঁয়ে সারাটি দিন ভোর।
মিঠে দখিন হাওয়া দোলা দিয়ে
প্রাণে পুলক জাগায় মোর।


বাঁশ বাগানের ফাঁক দিয়ে
চাঁদ ওঠে, পেঁচা রাতে ডাকে।
দূরে শেয়াল হাঁক দিয়ে যায়,
গাঁয়ের মেঠো পথের বাঁকে।


গাঁয়ের পাশে ছোটনদী বয়ে চলে
বর্ষায় তার দেখি ভয়ংকর রূপ,
পানা পুকুরে শালুক পদ্ম ফোটে,
পানকৌড়ি দেয় বারেবার ডুব।


গাঁয়ের ছায়া, মাটির মায়া,
গাঁয়ের মানুষ আমার আপনজন।
এই গাঁ ছেড়ে, গাঁয়ের মাটি ছেড়ে,
কোথাও চায় না যেতে আমার মন।