জীবন খাতার পাতায় বিধি লিখেছে মরণ।
জন্ম হলেই মরতে হবে রাখিস রে স্মরণ।
ভবের হাটে সৎপথে করিস বেচা কেনা।
ভুলেও কভু কারো কাছ রাখিস নারে দেনা।


জীবনের যত হিসাব নিকাশ শেষ হবে যখন।
মরণ তোরে ডাক দেবে সেদিন আসবে রে শমন।
দুদিনেৰ এই আসা যাওয়া
শেষ হবে তোৰ চাওয়া পাওয়া,
বন্ধ হবে সব দেওয়া নেওয়া, মুদলে দুই নয়ন।
জীবন খাতাৰ পাতায় বিধি লিখেছে মৰণ।


শেষ বিচারের দিনে কেউ আসবে না তোর কাছে।
সাঙ্গ হবে ভবের খেলা, তুই ভাবিস কেন মিছে।
দুদিনেৰ এই খেলাঘৰে,
মিছেই আমাৰ আমাৰ কৰে,
সাৰা জীবন কাটিয়ে দিলি, কবে কৰবি ৰে নাম স্মৰণ।
এখনও সময় আছে,  সময় থাকতে ধর শ্রীগুরুর চরণ।