খুনীর হয় নাকো মাফ,
পুলিশ পরায় হ্যাণ্ডকাপ
খুনের কেস উঠল আদালতে।
পুলিশ আইনের রক্ষক,
আদালতে মৌন বিচারক,
তবু তাকে রায় হবে দিতে।
আদালতের শেষ বিচারে,
সবার চোখ জলে ভরে,
খুনী করে সব স্বীকার জবানবন্দীতে।
আদালতের কাঠগড়ায়
খুনী নিজে এসে দাঁড়ায়,
জলভরা চোখে সে শুধু কয়।
ভালবাসা করেছি খুন,
প্রিয়াকে তো করিনি খুন,
খুনীর যোগ্য সাজা যেন হয়।
ভালবাসায় নেই পাপ,
দেয় শুধু অনুতাপ,
ভালবাসায় নেই পরিত্রাণ।
ভালবাসার মর্যাদা দিতে,
শাস্তি নেবো মাথা পেতে
পেতে চাই সমুচিত বিধান।
হল নাকো মৃত্যুদণ্ড
আজীবন কারাদণ্ড
বিচারক শেষে দিল রায়।
বিচারকের রায় শুনি,
করযোড়ে কয় খুনী
জেল নয়, আমি মৃত্যুদণ্ডই চাই।