জীবন খাতার পাতায়
মৃত্যু সংবাদ ছেপে যায়,
বিয়ের রাতে হল খুন নববধু....
যত আত্মীয় পরিজন
করিছে কাতর ক্রন্দন
দু’চোখ জলে ভরে যায় শুধু,
হৃদয় মরুভূমি করে সেথা ধু ধু।
বিয়ের রাতেই খুন হল নববধু....
ঐ যে শ্মশানঘাটে--
জ্বলিছে বধুর চিতা,
পুড়িছে প্রাণহীন দেহ।
প্রেম প্রীতি ভালবাসা
নীরবে কাঁদিছে সবই,
নাই আর ভালবাসা স্নেহ।
যারে দেখিছো সেথা
সে তো শুধু ছায়া।
প্রাণ নাহি তায়,
পড়ে আছে কায়া।
পৃথিবীর মায়া, সকলি ত্যজিয়া,
অভিমানে গেছে যে চলে,
ফিরে আর আসবে না সে কোনদিন।
এই খুনের রহস্য, থানার পুলিশ
পায় নাকো খুঁজে তার কোন হদিস
খুনী পলাতক,
খুন করে পালিয়েছে।
প্রেম প্রীতি ভালবাসা
নীরব সাক্ষী হয়ে আছে।
অথচ তার জবানবন্দীতে,
খুনী লিখেছে নিজের হাতে।
“...এ জীবনে তোমায় পেতে করেছি কত চেষ্টা
পেলাম বলে তাই এই নিষ্ঠুর অপপ্রচেষ্টা ।
ক্ষমা করে দিও মোরে,
মিটলো না মনের আশা ”
ইতি --- বিনীত তোমার ভালবাসা।
রক্তমাখা ছুরি হাতে
খুনী নিজে আসে থানাতে
অপরাধ করেছে স্বীকার।
একি হল আজব কাণ্ড
খুনী নিজেই চায় মৃত্যুদণ্ড,
বলে হয় হোক ফাঁসি আমার।
আমি হেসে পরবো ফাঁসি
তারে যে আমি ভালবাসি
দিতে চাই ভালবাসার দাম।
এ পৃথিবী অবিচারের আদালত
প্রতিনিয়ত হচ্ছে খুন অবিরত,
ব্যর্থ প্রেমের হয় যে বদনাম।