পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো।
পিতার আদেশ মাথায় নিয়ে জীবন পথে চলো।
সারা জীবন কষ্ট করে, তোমায় বড় করেছেন যিনি,
জন্মদাতা পিতা সেইজন, তব পরম দেবতা তিনি।
সেই জন্মদাতা পিতাকে কভু ভুলেও দুঃখ দিও না।
পিতার মনে কষ্ট দিলে, জীবনে সুখ যে আসে না।
পিতৃসত্য পালন করতে রাম গেলেন বনবাসে,
মা কৌশল্যা ভূমিতে পড়ে আঁখি জলে ভাসে।
পুত্রশোকে প্রাণ হারালেন রাজা দশরথ।
পিতার সুখে করলেন সব ত্যাগ পুত্র দেবব্রত।
এই জগতে পিতার মতো নাইকো কোন জন।
কত কষ্ট করে সন্তানেরে করেন পালন পোষণ।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, তিনি তোমার পরম গুরু।
তাঁরই তরে জীবনে তোমার পথ চলা হলো শুরু।
তব দুঃখে দুঃখী যেইজন, তিনি জন্মদাতা পিতা।
তাঁর চরণ করলে পূজা, তুষ্ট হন যে সকল দেবতা।
বাড়ি গাড়ি টাকা পয়সা, সবই হয় পিতার পূণ্যফলে,
কর্মদোষে সব হারাবে, পিতার মনে কষ্ট দিলে।
পিতার মতো শুভাকাঙ্খী, তোমার নাইকো কোনজন।
সারাজীবন ভক্তিভরে, করো পূজা পিতার দুই চরণ।