সারা আকাশজুড়ে মেঘের খেলা
কালো মেঘে আকাশ গেছে ছেয়ে।
নৌকাখানি বেঁধে রেখে কূলে
ঘাটের মাঝি ফেরে আপন গাঁয়ে।


ভরা নদী কানায় কানায় বান
উপছে পড়ে প্রবল জলের ঢেউ।
ভরা নদীতে ডুব সাঁতার দিয়ে
ওপারে যেতে পারে না তো কেউ।


সকাল হতে নেমেছে বর্ষা আজ
বন্ধ হয়ে গেছে বাজার হাট।
খেয়া পারাপার বন্ধ হয়েছে সব
জন মানব শূন্য খেয়া ঘাট।


ঝম ঝমাঝম বৃষ্টি নামে
থেকে থেকে মেঘের গর্জন।
বিদ্যুত্ চমকায় আকাশের গায়
নতুন করে বর্ষার আয়োজন।


মুষলধারায় নামলো বৃষ্টি
ক্ষেতে যাওয়া বন্ধ হল আজ।
চাষীরা সব বসে আছে ঘরে
রইলো পড়ে চাষের যত কাজ।


একূল ওকূল ভাসিয়ে দুইকূল
বাঁধ ভেঙে ঐ ঢুকছে গাঁয়ে জল।
নদীর কূলে গাছটা গেছে পড়ে
নীড়হারা পাখিগুলো করে কোলাহল।


বর্ষার মেঘে ঢাকা নির্জন সন্ধ্যা
চুরি করে আকাশের জোছনা।
উড়ে যেতে চায় সে আকাশে
মেলে দিয়ে ভালবাসার পাখনা।


বর্ষণ মুখর নির্জন এই সন্ধ্যায়,
প্রিয়া মোর দূরে আছে কাছে নাই।
মন বলে তারে শুধু পেতে চাই
কেমনে প্রিয়ার আমি দেখা পাই।


( বর্ষার আয়োজন  )