আল্লা হরি রাম রহিমে নাইকো রে ভাই কোন তফাত্
তফাত শুধু মনেই জানিস, মানুষের নাইকো কোন জাত।
আল্লাহ্ আর ভগবানে যেমন কোন প্রভেদ নাই,
হিন্দু মুসলমান দুই ভাই তোরা, বিরোধ কেন করিস ভাই?
হানিহানি করিস না ভাই, কাঁদাস নে মানুষের প্রাণ,
জানিস না কি মানুষ কাঁদলে, কাঁদেন আল্লাহ্ আর ভগবান।
বলতে পারিস আল্লাহ্ আর ভগবানের কোন সে জাত?
মানুষের জাত হয়েও তোরা, মানুষকে কেন দিস আঘাত?
মানুষের দুঃখে তোরা হাসিস,
সুখে হিংসায় জ্বলে পুড়ে মরিস,
মানুষের দুঃখে পাশে থাকিস না, এটাই তোদের বাহাদুরি।
তাই তো তোরা মানুষ হয়েও, মানুষের বুকে মারিস ছুরি।
শোন্ রে মানুষ ভাই,
বাংলা মায়ের সন্তান তোরা, নাম হিন্দু আর মুসলমান,
কেউবা ডাকে আল্লা বলে, কেউবা বলে ভগবান।