মানুষকে তুই ভালবাস ওরে, মানুষের সেবা কর
জানিস নাকি মানুষ পুজলে তুষ্ট হন জগদীশ্বর।
মানুষ গড়ে দেবতা  নিজের
ভাগ্যবিধাতা আর ভাগ্য তোদের,
দেবতা নয় মানুষই বড়, কল্যানপূত কর্মে মহীয়ান।
মানুষের চেয়ে বড় নয় তোদের আল্লাহ ভগবান।
সসাগরা এই ধরিত্রীকে সৃষ্টি করেছেন যিনি,
মনুষ্যজাতি তাঁরই সৃষ্টি, এইটুকু শুধু জানি।
আকাশ বাতাস চন্দ্র তারা
তাঁরই তেজে বিশ্বভুবন গড়া
এ কথাটি ভুলিস না ওরে  মুঢ়মতি মানব,
কর্মগুনে মানুষ দেবতা হয়, নয়তো দানব।
বলতে পারিস বাড়িঘর আর অট্টালিকা কাদের হাতে গড়া?
মাঠে যারা ফসল ফলায়, মাটি কেটে রাস্তা তৈরি করে যারা।
তারাই মানুষ, তারাই দেবতা,
গাই তাদেরই জয়গান।
মানুষের চেয়ে বড় নয় তোদের আল্লাহ ভগবান।
দেবতা নয় মানুষই বড়, কল্যানপূত কর্মে মহীয়ান।