গায়ের জোরে পাহাড় ভাঙা যায়
মনের জোরে সাগর লঙ্ঘন করা যায়
কিন্তু ভাগ্যের চাকাকে
কখনো উলটে দেওয়া যায় না।


যদি কয়লার কালি হয়,
ধুয়ে দিলে যায়,
মনের কালি ভীষন কালি
কখনো ধোওয়া নাহি যায়,
সত্যের সূর্যকে মিথ্যার মেঘ দিয়ে
কখনো ঢেকে রাখা যায় না।


ধর্মের জয় সদাই হয়,
অধর্মের নাশ হয়,
একথাটি ভুলো না মানব তুমি।


ধর্মের কল বাতাসে নড়ে
ধর্মে সবাই বাঁচে বাড়ে
ধর্মের দেশ এই ভারত ভূমি।