এসো হে বৈশাখ এসো এসো …” সবার প্রিয় কবির এই বিখ্যাত গানের মাধ্যমে বাংলায় বরণ করে নেওয়া হয় নববর্ষকে। নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে। আসুক এবার নতুন সকাল, কিছু কথা আর কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। বৈশাখের দাবদাহে আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।



এসো হে শুভ নববর্ষ-১৪৩০ …. আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নববর্ষ দিনে আজি সকলে আসিল সাজি
আজিকে হবে বর্ষ বরণ,
রবি উঠে পূবদিকে অরুণ আবীর মেখে
লাল হল পূবের গগন।


রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
আসে এক নতুন সকাল,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
দূরে বন শাল ও পিয়াল।


নতুন বছর আসে ফুলের সৌরভ ভাসে
পুঞ্জেপুঞ্জে ধেয়ে আসে অলি,
নতুন প্রভাত হয় নতুন বছরে কয়
সবে শুভ নববর্ষ বলি।


বসন্ত হইল শেষ পরিল গ্রীষ্মের বেশ
বর্ষের প্রথমে গ্রীষ্ম আসে,
নতুন বছর আজি নব কিশলয় রাজি
তরুশাখে পত্রবৃন্তে হাসে।


সুখ শান্তি ভালবাসা জাগে মনে নব আশা
নতুন বছর লাগে ভালো,
অজয় নদীর চরে সোনা রোদ পড়ে ঝরে
অরুণ সূর্য ছড়ায় আলো।