নেতাজি সুভাষ বসু


কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত সন্তান নেতাজি সুভাষ
বিশ্বজুড়ে তব নাম,
স্বাধীনতা তরে অস্ত্র হাতে ধরে
করেছো তুমি সংগ্রাম।


দেশের মাটিতে বিদেশীরা এসে
কেড়ে নিল স্বাধীনতা,
দীপ্ত পুলকে জাগালে চেতনা
ঘুচাতে পরাধীনতা।


তব আহ্বানে সাড়া জাগে প্রাণে
জেগে উঠে দেশবাসী,
বীর ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে
গলায় পরিল ফাঁসি।


ইচ্ছা ছিল তব করিতে স্বাধীন
স্বদেশ ভারতভূমি,
স্বদেশ তব হয়েছে স্বাধীন
লুকালে কোথায় তুমি?


ফিরে এসো বীর দেখে যাও এসে
স্বাধীন ভারত আজ,
স্বাধীন ভারতে দেশবাসী সাথে
করিতে দেশের কাজ।


আজাদ বাহিনী করিয়া গঠন
করেছিলে তুমি সংগ্রাম,
১২৭তম জন্ম দিবসে তোমায়
জানাই সশ্রদ্ধ প্রণাম।