নেতাজী সুভাষ তুমি
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শতকোটির বীরপুত্র, সাহসী বঙ্গসন্তান, মহান দেশপ্রেমিক, যাই বলে সম্মোধন করি না কেন, তাই যেন তাঁর জন্য অনেক কম হয়ে যায়। তাঁর কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভীত নড়ে উঠেছিল। তাঁর জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরুপ। পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি। তাঁর জন্য অহঙ্কারের শেষ নেই আপামর বাঙালির। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান, নেতাজী সুভাষ চন্দ্র বসু।


ভারত সন্তান হে কর্মী মহান!
নেতাজী সুভাষ নাম,
শুভ জন্মদিনে তব শ্রীচরণে
করি সহস্র প্রণাম।


তুমি বলেছিলে সংগ্রাম করিলে
ভারত স্বাধীন হবে,
“মোরে রক্ত দাও স্বাধীনতা নাও”
হাতিযার ধর সবে।


তুমি বলেছিলে মোরে রক্ত দিলে
আমি দেব স্বাধীনতা,
ব্রিটিশ তাড়াতে অস্ত্র ধর হাতে
ঘুচিবে পরাধীনতা।


না মানি শাসন যদি কর রণ
ব্রিটিশ পালাবে ভয়ে,
গড়েছিলে তুমি আজাদ বাহিনী
বক্ষেতে সাহস লয়ে।


স্বদেশের তরে বহুবর্ষ ধরে
হলে তুমি অন্তর্ধান,
126 তম জয়ন্তী জানাই প্রণতি
লহ সশ্রদ্ধ প্রণাম।