গাঁয়ের মাঝে ছোট এক দিঘি নয়নদিঘি নাম,
দিঘির জলে রাজহাঁস কাটে সাঁতার অবিরাম।
নয়নদিঘিতে কমল ফোটে নিত্য অলি আসে,
অজয় নদী আপন বেগে বহে এগাঁয়ের পাশে।


দিঘির ঘাটে বধূরা আসে কলসী কাঁখে নিয়ে,
জল নিয়ে যায় আপনঘরে সরু গলিপথ দিয়ে।
বাঁশ বাগানের বেড়ার ধারে গরু ও বাছুর চরে,
আমের শাখে কোকিল ডাকে চিত্ত ওঠে ভরে।


পাড়ার ছেলেরা গামছা পরে নয়ন দিঘির ঘাটে,
তেল মাখে স্নানের সময়, রোজ সাঁতার কাটে।
ক্রমে ক্রমে পড়ে আসে বেলা সূর্য বসে পাটে,
সোনালী সূর্য উঁকি যে দেয়, নয়ন দিঘির ঘাটে।


সাঁঝেরবেলা দিঘির ঘাটে জোনাকিরা সব জ্বলে,
নির্জন ঘাটে মৌন রাত্রি কানে কানে কথা বলে।