স্বাগতম শুভ নববর্ষ...... নববর্ষেরে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজি শুভ নববর্ষে নাচে গায় সবে হর্ষে
কত খুশি, হাসি আর গান,
নববর্ষে রং লাগে হৃদয়ে পুলক জাগে
আকুল করিয়া তুলে প্রাণ।


নববর্ষে নব ছবি কিরণ ছড়ায় রবি
ফুটিল কুসুম বনে বনে,
বসিয়া তরু শাখায় প্রভাত পাখিরা গায়
শুভ নববর্ষ আগমনে।



ছাড়িয়া পূবের মাঠ দক্ষিণে অজয় ঘাট
সারি সারি ছুটে গরুগাড়ি,
কয়লার বোঝা লয়ে নদীঘাট পার হয়ে
দূরগাঁয়ে দেয় তারা পাড়ি।


নববর্ষে নব রাগে হৃদয়ে পুলক জাগে
রাখালিয়া সুরে বাঁশি বাজে,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় নতুন প্রভাত হয়।
নববর্ষ আসে নব সাজে।