বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল আজি বসুন্ধরা মাঝে,
কাননে ফুটিল কলি নব নব সাজে।
পলাশের ডালে ফুটে পলাশের ফুল,
শিমূলের বনে বনে ফুটেছে শিমূল।


ফুটিল কুসুমকলি বসন্ত বাতাসে,
মধু আহরণ তরে মধুকর আসে।
মুকুলিত আম্রশাখে আম্রের মঞ্জুরি,
চতুর্দিশ মুকুলের গন্ধে আছে ভরি।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাটে এসে থামে রাঙাপথ ছাড়ি।
গাড়ি হতে নামে বধূ নদী কিনারায়,
নদী পার হয়ে বধূ পিতৃ-গৃহে যায়।


সুশীতল নদীজল অজয়ের ঘাটে,
দিবা অবসান হয় সূর্য বসে পাটে।
নদীতীর সুশীতল বহিছে পবন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।