আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে/তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটি যেন প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে যেন আমাদের প্রিয় স্বদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।
বিগত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের।
মহাকালে মিলিয়ে গেল আরেকটি ঘটনাবহুল বছর। এলো নতুন বছর ১৪৩০। সারা বিশ্বের মানুষ আজ আনন্দ-উল্লাস করে পালন করছে এই নতুন বছরের শুরুর ক্ষণটিকে বর্ষ-বরণ হিসাবে।
কিন্তু তবুও মানুষ নতুন আশার আলো দেখার প্রহর গুনছে। এসে গেল নতুন বছর ১৪৩০। নববর্ষের প্রথম প্রভাতে তাই নতুনের আহ্বান! নতুনকে স্বাগত জানানোর গান, কোটি কোটি কণ্ঠে উদাত্ত আহ্বান….
এসো হে নববর্ষ ১৪৩০ এসো এসো!


নব বর্ষের আলোকে বর্ষ-বরণ ১৪৩০
নতুন বছরের প্রথম কবিতা!
কবির প্রত্যাশা!
নব আশা নব ভাষা
মেটায় মনের আশা , হৃদয়ের তৃষা
এসো হে নববর্ষ ১৪৩০
এসো এসো!
****************
বর্ষশেষে নববর্ষ আগমন.........সবাকার হরষিত মন
শুভ নববর্ষ -১৪৩০ নববর্ষের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নতুন দিনের নতুন আলোয়
                 পৃথিবী নতুন লাগে,
তরুর শাখায় বিহগেরা গায়
                  প্রভাত পাখিরা জাগে।


বনে বনে পাখি ডাকে,
ফুল ফুটে ফুল শাখে,
ফুলের পরাগ মাখে
                অলিরা ফুলের বাগে,


নতুন বছরে অলিরা গুঞ্জরে
                 হৃদয়ে পুলক জাগে।
সোনার কিরণে মধুর লগনে
                 দেহে মনে রং লাগে।


নতুন প্রভাতে সবে একসাথে
                  গাহে নতুনের গান,
নতুন আলোকে জাগিয়া পুলকে
                  মাতিয়া উঠিল প্রাণ।


এস এস সবে ভাই
একসাথে মিলে গাই
দিকেদিকে আজি তাই
                 শুনি নতুনের আহ্বান,


রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
               কোকিলের কুহুতান,
না জানি কেমনে সবাকার সনে
                উথলি উঠিছে প্রাণ।


নবীন প্রভাতে সকলেই মাতে
                  মেতে উঠে বসুন্ধরা,
উঠে সোনা রবি যেন নব ছবি
                  অপরূপা মনোহরা।


রাঙাপথে দুই ধারে,
তালগাছ সারে সারে
অজয় নদীর পারে
                 পলাশ শিমূল ফুলে ভরা,


বর্ষ বরণের তরে আজি
               এস এস সবে ত্বরা,
নতুন বছরে নতুন আলোয়
               পুলকিত আজি ধরা।