মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটি আমার স্বর্গের সমান,
তরুশাখে পাখি গাহে সমধুর গান।
সকালে সোনার রবি উঠিল গগনে,
অলিদল আসে ধেয়ে কুসুম কাননে।


গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
মাঠে মাঠে ধান কাটে কৃষক সকল।
মাঠ হতে ধান কেটে নিয়ে আসে বাড়ি,
বোঝা বোঝা ধান নিয়ে চলে গরুগাড়ি।


রাঙাপথে ধেনু লয়ে গাঁয়ের রাখাল,
গোঠেতে চরায় ধেনু সকাল বিকাল।
দিবসের অবসানে রবি অস্ত যায়,
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়।


পূর্ণিমার চাঁদ উঠে দূরে বাঁশবনে,
লক্ষ লক্ষ তারা ফুটে সুনীল গগনে।
রাত কাটে ভোর হয় প্রভাত সময়,
শ্রীমান লক্ষ্মণ কবি কবিতায় কয়।