মানুষকে পর ভেবে তুই
টাকাকে ভাবিস আপন,
মানুষ হয়ে মানুষকে তুই
কাঁদাস কেন ওরে মন।


টাকার জোরে মাটি ছেড়ে
আকাশে করিস ভ্রমণ,
টাকার নেশায় পাগল হয়ে
চিনলি না আপন-জন।


মানুষকে তুই ভালবাস আর
সেই মানুষের সেবা কর,
মানব সেবায় ভগবান তুষ্ট
মানুষকে ভাবিস না পর।


রাখিস নাকো আর দূরে
মানুষকে তুই ঘৃণা করে,
জানিস নাকি ঈশ্বর থাকেন
সকল মানুষের অন্তরে।


মানুষের ধর্ম বড় ধর্ম ওরে
কেউ বড় নয় তার চেয়ে,
মানুষে মানুষে শত্রুতায় যে
আজ দেশ গিয়েছে ছেয়ে।


মানুষে মানুষে মিছেই কেন
ওরে বিবাদ করিস ভাই,
মানুষকে করলে আঘাত
লাগে ভগবানের গায়।


দুঃখ ও যন্ত্রণা মুছে্ যাবে
আসবে সুখের আলো,
মানুষের পাশে থেকে যদি
মানুষকে বাসিস ভালো।