মহা শিবরাত্রি ব্রত (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



মহা শিবরাত্রি ব্রত খ্যাত চরাচরে,
মর্ত্ত্যবাসী জীব সবে শিবপূজা করে।
হরগৌরী একসাথে আসেন ধরাতে,
শিবের বিবাহ আজি, আজিকার রাতে।



পত্রপুষ্পে সুসজ্জিত দেবালয় মাঝে,
ঘৃতের প্রদীপ জ্বলে শঙ্খ ঘন্টা বাজে।
কুমারী সকলে হাতে আকন্দের মালা,
বিল্ব ধুতুরার ফুল প্রসাদের থালা।



শিবের মস্তকে দেয় দুগ্ধ গঙ্গাজল,
কমলা কদলী কুল নানাবিধ ফল।
উপবাসী থাকে সবে মাগে এই বর,
তোমা সম পতি যেন পাই মহেশ্বর।



মহা শিবরাত্রি কথা অপূর্ব কথন,
প্রতি বর্ষে হেরি এই মধুর মিলন।
শিবরাত্রি ব্রত কথা হল সমাপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।



শিবের বিবাহ আজি (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিবের বিবাহ আজি শিব চতুর্দশী,
ব্রতীগণ উপবাসী যত বর্ষীয়সী।
বিল্বপত্র ফুল মালা দেয় রাশি রাশি,
শিবের বিবাহ আজি শিব চতুর্দশী।


আকন্দ ধুতুরা ফুল দেয় বিল্বফল,
শিবের মস্তকে ঢালে দুগ্ধ গঙ্গাজল।
উপবাসী রয় আজি কুমারী সকল।
ভক্তিভরে পূজে হরে, লভে পূণ্যফল।


পর্বত শিখরে বসি আছেন শঙ্কর,
নন্দী ভৃঙ্গী নৃত্য করে যত অনুচর।
শিবের বিবাহ রাত্রি তৃতীয় প্রহর,
পূজ শিবে তবে পাবে মনোভীষ্ট বর।


শিবরাত্রি ব্রত কথা হল সমাপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।