কবিতার মহা পাঠশালা (কবির ২৫০০তম প্রয়াস)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কবিতার আসরেতে সকলেই ওঠে মেতে
চিত্তে আর প্রাণে দেয় দোলা,
কবিতার ফুল ফোটে কবি সব মেতে ওঠে
কবিতার মহা পাঠশালা।


কবিতা ফুলের গাছে কাব্যফুল ফুটে আছে
কাব্যমালা ফুল কলি সম,  
লিখিলাম কাব্য কত দ্বি সহস্র পঞ্চ শত
প্রকাশিত হল কাব্য মম।


কেহ আসে কেহ যায় কেহবা লয় বিদায়
এ আসর মহা পান্থশালা,
সকলেই একসাথে কাব্য লিখে দিনে রাতে
প্রকাশিত হয় কাব্যমালা।


কবিতায় বিশ্বজয় কবিরা অমর হয়
কাব্য রয় চিরদিন তরে,
লিখিল লক্ষ্মণ কবি কাব্য রূপে নব ছবি
সবাকার চিত্ত উঠে ভরে।