গাঁয়ে আছে স্নেহছায়া,
আছে মা মাটির মায়া,
তাল খেজুরের গাছ পথের ধারে,


তরুশাখে পাখির কূজন
ভুলায় আমার নয়নমন,
শঙ্খচিল যায় উড়ে আকাশপারে।


রাঙা মাটির পথ দিয়ে,
মেয়েরা যায় জল নিয়ে,
নয়ন দিঘির পাড়ে শালিক নাচে,


শানবাঁধানো দিঘি ঘাটে
ছেলেরা সাঁতার কাটে,
দুপুর বেলা ধোপা কাপড় কাচে।


খেয়াঘাটে গাঁয়ের মাঝি,
তরী তীরে আনে আজি,
যাত্রীরা সবে আসে দলে দলে,


নদীর ঘাটে বেলা পড়ে
বকেরা সারি সারি ওড়ে
গাঁয়ের মানুষ আপন ঘরে চলে।