ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (সমাপ্তি পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ফাগুনের মাসে বসন্ত বাতাসে
ফুলের সৌরভ ভাসে,
মধু আহরণে কুসুম কাননে
অলিদল ধেয়ে আসে।


বিকশিত ফুল পলাশ শিমূল
পলাশের বনে বনে,
আমের শাখায় কোকিলেরা গায়
বসন্তের আগমনে।


নয়ন দিঘিতে শানবাঁধা ঘাটে
বধূরা সিনান করে,
কলসী কাঁখেতে চলে রাঙাপথে
জল নিয়ে যায় ঘরে।


মেঠোপথ ধরে অজয়ের চরে
থামে এসে গরুগাড়ি,
ছাড়ি নদীঘাট পার হয়ে মাঠ
দূর গাঁয়ে দেয় পাড়ি।


অজয়ের বাঁকে শালবন থাকে
আছে মহুলের বন,
শুনি কুহুতান বসন্তের গান
লিখে কবি শ্রীলক্ষ্মণ।