ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল কোকিল ডাকিল
হৃদয়ে পুলক জাগে,
কুসুম কাননে ফুল ফুটে বনে
দেহে মনে রং লাগে।


বনে ফুটে ফুল ধরেছে মুকুল
আম্র তরুর শাখায়,
কুহু কুহু স্বরে আম্রশাখা পরে
কোকিলেরা গীত গায়।


নিশা ঊষাকালে কভুবা সকালে
কোকিলের কুহুতান,
বসন্তে হৃদয় পুলকিত হয়
শুনি বসন্তের গান।


গ্রাম সীমানায় দূরে দেখা যায়
অজয় নদীর চরে,
শালিকের দল করে কোলাহল
উড়ে সারাদিন ধরে।


বসন্ত বাতাসে শুধু ভেসে আসে
নব বসন্তের গান,
লিখিল লক্ষ্মণ কাব্য অনুক্ষণ
পুলকিত হয় প্রাণ।