ফাগুনে ফুল ফুটে.... গগনে রবি উঠে
ফাগুনের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতঋতু অন্তে আজিকে বসন্তে
ফুল ফুটে ফুলশাখে,
আম্র তরুশাখে কুহু কুহু স্বরে
বসন্তে কোকিল ডাকে।


ফুল ফুটে বনে কুসুম কাননে
ফুটে আছে ফুলকলি,
ফুল বাগিচায় ফুলে মধু খায়
ছুটে আসে যত অলি।


রাঙাশাড়ি পরে রাঙাপথ ধরে
রাঙাবধু আসে ঘাটে,
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
বাঁশি হাতে চলে মাঠে।


আসে গরুগাড়ি রাঙাপথ ছাড়ি
নদীঘাটে আসি থামে,
বেনারসী পরা রূপে মনোহরা
গাড়ি হতে বধূ নামে।


অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
দিনশেষে সন্ধ্যা হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কাব্যের কাণ্ডারী
কবিতায় কবি কয়।