এসো পঁচিশে বৈশাখ..... রবীন্দ্র জন্ম জয়ন্তী
পঁচিশে বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো পঁচিশে বৈশাখ উদ্ভাসিত রবি,
বিশ্ববাসী জানে সবে তুমি বিশ্বকবি।
কবিতীর্থ জোড়াসাঁকো পূণ্য জন্মধাম,
শুভ জন্মদিনে কবি জানাই প্রণাম।


নোবেল বিজয়ী তুমি জগতে বরেণ্য,
জগতের শ্রেষ্ঠ কবি সেরা অগ্রগণ্য।
বিশ্বকবি তুমি রবি চির উদ্ভাসিত,
জগত মাঝারে তুমি হলে সম্মানিত।


রচিলে কবিতা কত গীতিনাট্য আর,
সুমধুর সুরে ভরে চিত্ত সবাকার।
গল্প ও নাটক কত রচিয়াছ তুমি,
তোমারে লভিয়া ধন্য হল বঙ্গভূমি।


বিশ্বকবি নামে তুমি খ্যাত চরাচরে,
তব সম নাহি কবি বসুধার পরে।
পঁচিশে বৈশাখ গাহে তব জয়গান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।