আসে পঁচিশে বৈশাখ  …… রবীন্দ্র জন্ম জয়ন্তী
পঁচিশে বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসে পঁচিশে বৈশাখ দিকে দিকে বাজে শাঁখ
বিশ্বকবি তুমি যে মহান,
তুমি যে বিশ্বের কবি চির উদ্ভাসিত রবি
দিকে দিকে তব জয়গান।


লিখিলে কবিতা কত গীতিনাট্য কত শত
ছোট গল্প উপন্যাস আর,
গীতাঞ্জলি কাব্য তব অপূর্ব ও অভিনব
লভিলে নোবেল পুরস্কার।


আজি শুভ জন্মদিন  দিকে দিকে বাজে বীন
ওঠে বেজে সঙ্গীতের সুর,
আজি পঁচিশে বৈশাখ শুভ দিনে শুনি ডাক
বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর।


রবীন্দ্র সঙ্গীতে তব চিত্তে জাগে আশা নব
বেজে ওঠে সুরের ঝঙ্কার,
তুমি যে কবির সেরা প্রণাম জানাই মোরা
বিশ্বকবি তুমি বসুধার।


ভালবাসি মানুষেরে শিখাইলে মানবেরে
বিপদে যেন না করি ভয়,
ডাক শুনে নাহি আসে যদি কেহ তব পাশে
একলা চলোরে হবে জয়।


তুমি যে বিশ্বের কবি চির উদ্ভাসিত রবি
দিকে দিকে তব জয়গান,
১৬৩ তম জন্মজয়ন্তীতে স্মরি সশ্রদ্ধচিত্তে
লহ কবি মোদের প্রণাম।