ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট পাখি,
প্রভাতে উঠিয়া ওঠে কিচিমিচি ডাকি।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট দিঘি,
দিঘি পাড়ে ছোট ছোট তালগাছ দেখি।


দুই ধারে দিঘি পাড়ে খেজুরের গাছ,
দিঘি পাড়ে ছোট বক ধরে ছোটমাছ।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট ছেলে,
বইখাতা নিয়ে হাতে রোজ স্কুলে চলে।


ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট ফুল,
পথ পাশে কুলগাছে ধরে ছোট কুল।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট এক নদী,
কুলু কুলু বয়ে চলে হয়ে বেগবতী।


দুইধারে নদী পাড়ে ছোট ছোট গ্রাম,
তার মাঝে নদী বয়ে চলে অবিরাম।