পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (প্রথম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসের মকর স্নান,
আজকে হয় টুসু ভাসান।
সবাই আসে নদীর ঘাটে,
টুসুর নামে প্রসাদ বাটে।


মুড়ি মুড়কি খই বাতাসা,
ঢোলক বাজে বাজায় কাঁসা।
নদীর ঘাটে লোকের মেলা,
সিনান করে সকাল বেলা।


নদীর চরে বসেছে মেলা,
বসেছে কত সার্কাস খেলা।
অজয় নদী ঘাটের কাছে,
মেলার মাঝে পুতুল নাচে।


দিনের শেষে সাঁঝের বেলা,
ভেঙে যায় যে মকর মেলা।
লিখলো কবি ছড়ার গান,
ছন্দে ভাষায় জাগায় প্রাণ।