বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ ছায়ায় ঘেরা গ্রামটি আমার,
সবুজ ধানের খেত গাঁয়ে চারিধার।
শ্রাবণে বরিষা ধারা ঝর ঝর ঝরে,
গাঁয়ের চাষীরা সব মাঠে চাষ করে।


ফুলবনে ফুলকলি ফুটে আছে সব,
তরুশাখে পাখি সব করে কলরব।
ফুটিল কদম্বফুল কেতকী কামিনী,
সুরভিত চারিভিত দিবস যামিনী।


গাঁয়ের পথের ধারে গরুর বাথান,
বাথানেতে গরুমোষ করে অবস্থান।
বাঁশি হাতে উপনীত গাঁয়ের রাখাল,
তারপরে মাঠে যায় নিয়ে গরুপাল।


অজয় নদীতে বান কানায় কানায়,
অজয়ের নদীজলে মাঝি খেয়া বায়।
শ্রাবণে বাদল নামে নদীতে প্লাবন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।