বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির পাঁচিল,
আষাঢ়ে বাদল নামে ভরে খাল বিল।
টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরাম,
রিম ঝিম বারি ঝরে নাহিক বিরাম।


গগনে গরজে মেঘ আকাশ আঁধার,
বিজুলি উজলি উঠে মেঘে চারিধার।
আষাঢ়ে বাদল নামে নদী ভরে যায়,
একূল ওকূল ভাঙে দুকূল ভাসায়।


নদীতে দারুণ স্রোত প্রবল প্লাবন,
প্লাবনের জলে দেখি প্রলয় নাচন।
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।


নদীবাঁধ ভেঙে যায় গাঁয়ে ঢুকে জল,
ধ্বসে পড়ে বাড়িঘর উঠে কোলাহল।
নদীপারে মোর গাঁয়ে সকরুণ ছবি।
প্লাবনের কাব্য লিখে শ্রীলক্ষ্মণ কবি।