বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গাঁয়ে আছে ছোট ছোট ঘর,
গ্রাম সীমানায় আছে অজয়ের চর।
আষাঢ়ে বাদল নামে মাঠ জলে ভরে,
রিম ঝিম বারি ঝরে সারাদিন ধরে।


গাঁয়ের পথের ধারে জমে আছে জল,
সেই জলে হাঁসগুলি করে কোলাহল।
কৃষক লাঙল লয়ে মাঠে চাষ করে,
জলে ভিজে চাষ করে সারাদিন ধরে।


গগনে গরজে মেঘ ঘন ডাক ছাড়ে,
রাঙীগাই ভিজে দেখি রায়দিঘি পাড়ে।
পথেঘাটে জল কাদা হয়েছে পিছল,
রাঙাপথে বয়ে যায় এক হাঁটু জল।


অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
নৌকা চড়ি যাত্রীদল পার হয়ে যায়।
খেয়া পারাপার করে ঘাটের কাণ্ডারী,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ ভাণ্ডারী।