বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের দক্ষিণেতে আমাদের গ্রাম,
আষাঢ়ে বাদল ধারা ঝরে অবিশ্রাম ।
গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির সুবাস,
জলে ভিজে চাষীভাই মাঠে করে চাষ।


ঘন কাল মেঘমালা, ডাকে ঘনে ঘনে,
বিজলি ঝলসি ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।
ঝরিছে বাদল ধারা অঝোর ধারায়,
নদী নালা খাল বিল জলে ভরে যায়।


কাজলা দিঘির ঘাটি ভিজে রাঙী গাই,
বাছুরী হারিয়ে গেছে তার দেখা নাই।
মাথায় বাঁশের খাতা গায়ের রাখাল,
জলকাদা পথে হাঁটে নিয়ে গরু পাল।


অজয়ে প্রবল বান ধারা খরতর,
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়ি ঘর।
নদীতে দারুন স্রোত জলের গর্জন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।