বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ছোট মাটির কুটির,
ছোটগাছে ছোটপাখি বাঁধে ছোটনীড়।
মাঝখানে ছোটদিঘি কালো তার জল,
জলে তার হাঁসগুলি করে কোলাহল।


আষাঢ়ে বাদল নামে মেঘমালা ডাকে,
বৃষ্টিতে পাখিরা ভিজে বসি তরুশাখে।
গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির পরশ,
জলে ভিজে মাটি হয় নরম সরস।


নদীনালা খালবিল জলে যায় ভরে,
বর্ষায় চাষীরা সব মাঠে চাষ করে।
অবিরাম বারি ঝরে মুষল ধারায়,
পথেঘাটে জলকাদা পথচলা দায়।


অজয়ের নদীঘাটে যাত্রী ভিড় করে,
মাঝিভাই খেয়া বায় সারাদিন ধরে।
গগনেতে গুরু গুরু মেঘের গর্জন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।