বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গাঁয়ে আছে ছোট ছোট ঘর,
সবাই আপন মোর কেহ নহে পর।
জলে ভিজে মাটি হয় নরম সরস,
গাঁয়ের মাটিতে পাই স্নেহের পরশ।


আমগাছ নিমগাছ বাঁশগাছ আর,
খেজুর সুপারি তাল আছে চারিধার।
আষাঢ়ে বাদল নামে অঝোর ধারায়,
খালবিল খেত মাঠ জলে ভরে যায়।


গাঁয়ের কাজল দিখি জলে গেছে ভরে,
দুপুরে গাঁয়ের বধূ জলে স্নান করে।
স্নান করে নব বধূ রাঙাপথ ধরে,
কলসীতে জল নিয়ে চলে নিজ ঘরে।


আষাঢ়ে বাদল ধারা ঝরে অবিশ্রাম,
অজয়ের দুইকূলে ভেসে যায় গ্রাম।
নদীতে প্রবল ঢেউ দারুণ প্লাবন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।