বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির পরশ,
বৃষ্টি ভেজা মাটি হয় নরম সরস।
আষাঢ় শ্রাবণ মাসে জলধারা ঝরে,
মাঠঘাট খালবিল জলে যায় ভরে।


মাটিতে লাঙল দেয় চাষী ভিজে জলে,
জলে ভিজে চাষ করে তাই সোনা ফলে।
বর্ষাকালে চাষ করে চাষীরা আনন্দে,
ঘরে ফিরে আসে সবে যবে হয় সন্ধ্যে।


গাঁয়ের কাঁকনতলা ডানদিকে তার,
রাঙাপথ চলে গেছে সোজা নদীধার।
বর্ষা হলে রাঙাপথ জল ডুবে যায়,
পথে হাঁটু জল জমে পথ চলা দায়।


অজয় নদীতে উঠে প্লাবনের ঢেউ,
দুইকূল ভেসে যায় কূলে নেই কেউ।
অজয়ের খেয়াঘাটে বন্ধ খেয়া পার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।