বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির সুবাস,
শ্রাবণে বাদল ঝরে চাষী করে চাষ।
গাঁয়ের মাটিতে পাই বৃষ্টির পরশ,
বৃষ্টি ভেজা মাটি হয় নরম সরস।


নয়ন দিঘির জলে হাঁসগুলি চরে,
গুগলি শামুক খায় সারাদিন ধরে।
দিঘি ঘাট ভরে গেছে কচুরি পানায়,
কভু আসে পানকৌড়ি ডুব দিয়ে যায়।


শ্রাবণে বাদল ধারা ঝর ঝর ঝরে,
নদীনালা খালবিল জলে যায় ভরে।
নদীতে প্রবল বান নদী উঠে ফুলে,
ঢেউগুলি আছড়ায় তার দুই কূলে।


অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
প্লাবনের জলে কভু ভাসে অজগর।
ফুঁসিছে অজয় নদী প্রবল গর্জন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।