বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৃষ্টি ভেজা মাটি দেয় বৃষ্টির সুবাস,
মাটিতে লাঙল চষে চাষী করে চাষ।
আষাঢ়ে বরিষা নামে মাঠ যায় ভরে,
জলে ভিজে সারাদিন চাষী চাষ করে।


গাঁয়ের পথেতে বহে এক হাঁটু জল,
জলে তার ব্যাঙগুলি করে কোলাহল।
গাঁয়ের পথের ধারে আছে জলাশয়,
নিকটে অজয় ঘাট বেশি দূরে নয়।


গগনে গরজে মেঘ কড় কড় করে,
মুষল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে।
বিজুলি ঝলিছে মেঘে আকাশের গায়,
কড় কড় বাজ পড়ে শব্দ শোনা যায়।


অজয় নদীতে বান কানায় কানায়,
ঘুরে ঘুরে ঢেউগুলি কূলে আছড়ায়।
তরীখানি বাঁধা আছে নাহিক কাণ্ডারী,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ ভাণ্ডারী।