বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নামিল বাদল মুষল ধারায়
গুরুগুরু ডাকে মেঘ,
টুপুর রপুর বাদলের ধারা
বাতাসের বাড়ে বেগ।


ঘন কালো মেঘে জ্বলিছে বিজলী
মেঘ ডাকে কড় কড়,
নদী বাঁধ ভেঙ্গে জল ঢুকে গাঁয়ে
ধ্বসে পড়ে বাড়িঘর।


নয়ন দিঘিতে মরাল মরালী
ভিজেছে দিঘির পাড়ে,
রাঙী গাই তার হারায় বাছুরী
ভিজিছে গাছের আড়ে।


নদী মাঠ ঘাট জলে গেছে ভরে
চাষী ভাই করে চাষ,
সারাদিন ধরে মাঠে চাষ করে
সুখে থাকে বারোমাস।


ঘাটে নাহি মাঝি বরষায় আজি
শূন্য অজয়ের ঘাট,
পথঘাট আজি জলে গেছে ভরে
ডুবে গেছে ধান মাঠ।