বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে গরজে ঘন কালো মেঘ
বিজুলি অশনি ভরা,
কড় কড় রবে বাজ পড়ে দূরে
কেঁপে উঠে বসুন্ধরা।


বাদলের ধারা ঝরে ঝর ঝর
ডুবে গেছে সব মাঠ,
ডুবে আছে জলে কাজলা দিঘির
শান বাঁধা দিঘি ঘাট।


আকাশ আঁধার মুষল ধারায়
বৃষ্টি পড়িছে বাহিরে,
জলে ভরে গেছে ধান মাঠ আজি
মাঠে কৃষক নাহিরে।


অজয়ের ঘাটে নাহি কেহ আজি
বন্ধ খেয়া পারাপার,
নদীবাঁধ ভেঙে জল ঢুকে গাঁয়ে
চারিদিকে হাহাকার।


নেমেছে বাদল সারাদিন ধরে
ঝরিছে অঝোর ধারায়,
শ্রীলক্ষ্মণ কবি বরষার কাব্য
লিখে রাখে কবিতায়।