বৃষ্টিতে ভেজা গাঁয়ের মাটি ...মাটিতে পাই বৃষ্টির পরশ
বৃষ্টি ভেজা গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
আষাঢ়ে বাদল নামে নদে এল বান।
গগনে গরজে মেঘ ঘন বরষায়,
অবিরাম বৃষ্টি পড়ে মুষল ধারায়।


পথ ঘাটে জল কাদা হয়েছে পিছল,
ঘোলাজলে ভেকদল করে কোলাহল।
উঠানে জমেছে জল পাঁচিলের গায়,
দিনরাত বৃষ্টি পড়ে অঝোর ধারায়।


বিজুলি ঝলসি উঠে কালিমাখা মেঘে,
জল নিয়ে গ্রাম্য-বধূ চলে দ্রুতবেগে।
বর্ষাকালে ভরা দিঘি মাঠ ভাসে জলে,
জলে ভিজে হাল নিয়ে চাষী মাঠে চলে।


অজয়ের দুই কূলে আছড়ায় ঢেউ,
অজয়ের ঘাটে দেখি কূলে নাই কেউ।
নদীতে প্রবল বান দারুণ তুফান,
বর্ষার কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।