বাসন্তী দেবীপূজা........ শক্তির আরাধনা
মহা দশমীর পূজা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাসন্তী দশমী পূজা মহা ধূমধাম,
ভক্তিভরে সবে করে দেবীরে প্রণাম।
মহা দশমীর পূজা বিধিমতে হয়,
করিছেন মন্ত্রপাঠ বিপ্র মহাশয়।


শঙ্খঘণ্টা ধূপদীপ নানা উপাচার,
সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার।
বিজয়া দশমী আজি জানে সর্বজন,
দশমীতে পূজা শেষে দেবী বিসর্জন।


মহা দশমীর পূজা হলে সমাপন,
মহিলা সকলে করে দেবীরে বরণ।
মন্দিরে সিন্দুর খেলা ভারি ধূম হয়,
নাচে গায় সবে বলে মা বাসন্তী জয়।


শোভাযাত্রা নদীঘাটে চলে সর্বজন,
অজয়ের নদীজলে দেবী বিসর্জন।
দূর্গতি নাশিণী মাতা দেবী মহামায়া,
অধম সন্তানে মাগো দেহ পদছায়া।


বসন্তে বাসন্তী পূজা বর্ষে একবার,
আগামী বছর তরে প্রতীক্ষা আবার।
বিজয়া দশমী পূজা হল সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।