বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে কোকিল গায় আমের শাখায়,
ফুল শাখে ফুল ফুটে ফুল বাগিচায়।
ফুলে ফুলে মধু খায় যত মধুকর,
পলাশ শিমূল বনে শোভা মনোহর।


বসন্তের ঋতু আসে যবে বসুধায়,
তরুশাখে পাখিসব সুরে গীত গায়।
বসন্তে কোকিল গায় কুহু কুহু স্বরে,
কোকিলের কুহুতান শুনে মন ভরে।


পলাশ শিমূল বনে ফুল ফুটে রাশি,
ভূমিতে লুটায় কত হয়ে ফুল বাসি।
রাধাচূড়া কৃষ্ণচৃড়া শোভা মনোহর,
দূরে হেরি ছবি সম অজয়ের চর।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
বেলা ডুবে শেষ হয় দিবসের খেলা।
সাঁঝের সানাই বাজে অতি সুমধুর,
লিখিল লক্ষ্মণ কবি শুনি সেই সুর।