বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত বাতাসে হাসে নব কিশলয়,
পাখি সব গীত গায় প্রভাত সময়।
ফুল ফুটে ফুল বনে ফুটে ফুলকলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।


শাল পিয়ালের বনে বাজায় মাদল,
মহুয়ার নেশা লাগে দেহ পায় বল।
মিহিসুরে বাঁশি বাজে মহুলের বনে,
আদিবাসী নৃত্য করে আপনার মনে।


ফুটিল পলাশ ফুল সৌরভ ছড়ায়,
শিমূলের ফুল যত ভূমিতে লুটায়।
তরুশাখে নবপত্র বিকশিত হয়,
গাঁয়ের অজয় নদী কুলু কুলু বয়।


অজয়ের নদীঘাটে মহা কোলাহল,
নদীপার হয়ে যায় যাত্রীদের দল।
রবিবারে হাট বসে নদী কিনারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।