বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে গাহিল পাখি প্রভাত সময়,
তরুশাখে বিকশিত নব কিশলয়।
বসন্তে কোকিল গায় কুহুকুহু সুরে,
সেই সুর মিলে যায় দুরে বহুদূরে।


ফুল বনে ফুল শাখে ফুটিল কুসুম,
মধুতরে আসে অলি পড়ে যায় ধূম।
ফুলে ফুলে মধু খায় মত্ত মধুকর,
মধু খেয়ে পড়ে ঢলে ফুলের উপর।


গাঁয়ের পথের বাঁকে পলাশের বন,
ফুটিল পলাশ ফুল লোহিত বরণ।
শিমূলের বনে বনে শোভা মনোহর,
ফুটে ফুল পড়ে ঝরে বসুধার পর।


নদীর ঘাটের কাছে তরুর ছায়ায়,
একতারা হাতে নিয়ে বাউলেরা গায়।
বসন্ত বাতাসে ভাসে বাউলের গান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।