বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল ভবে হরষিত মন,
মন্দগতি বহিতেছে বসন্ত পবন।
পাখিসব গীত গায় বনে ফুটে ফুল,
আম্রকুঞ্জে তরুশাখে পুঞ্জিত মুকুল।


বসন্তে কোকিল গায় সুমধুর সুরে,
আম কাঁঠালের বন রাঙাপথ দূরে।
বসন্তের আগমনে নব কিশলয়,
তরুশাখে পত্ররাজি বিকশিত হয়।


পলাশের বনে বনে প্রস্ফুটিত ফুল,
অপরূপ শোভা ধরে পলাশ শিমূল।
শিমূল ঝরিয়া পড়ে পথের উপর,
রাধাচূড়া কৃষ্ণচূড়া শোভা মনোহর।


অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
দলেদলে যাত্রীদল পার হয়ে যায়।
বসন্তে দখিনা বায় স্নিগ্ধ সমীরণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।