বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের আগমনে ফুটিল কুসুম,
পলাশের ফুলশাখে পড়ে যায় ধূম।
নব সাজে ফুলগুলি অতি মনোহরা,
বসন্তের নব রাগে হাসে বসুন্ধরা।


পূরব গগনে রবি কিরণ ছড়ায়,
তরুশাখে পাখিসব সুরে গীত গায়।
আম্রকুঞ্জে কোকিলের শুনি কুহুতান,
কোকিলের ডাক শুনে ভরে মনপ্রাণ।


রাঙাপথে সারিসারি চলে গরুগাড়ি,
দূরগাঁয়ে দেয় পাড়ি নদীঘাট ছাড়ি।
নদীঘাট সুশীতল সোনা রোদ ঝরে,
শালিকেরা করে খেলা অজয়ের চরে।


জ্বলে দীপ সন্ধ্যা আসে ঘাট অন্ধকার,
দূরগাঁয়ে ভেসে আসে শঙ্খের ঝঙ্কার।
জল করে ঝিলিমিলি শুভ্র জোছনায়,
লিখে কবিশ্রী লক্ষ্মণ তার কবিতায়।